শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্ত্রীকে হত্যার পর পুলিশকে ফোন: ওসি

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:১৪

টাঙ্গাইলের ঘাটাইল ‍উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী মিনারা (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাবন দত্ত গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর নিজেই ঘাটাইল থানা পুলিশকে ফোন করে বলেন ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।’

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করে। সে পেশায় অটোচালক।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভাবন দত্ত গ্রামের শামসুল হকের ছেলে মো. আমিনুল ইসলাম ২-৩ বছর আগে জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা গ্রামের মোন্নাফ মিয়ার মেয়ে মিনারাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে শনিবার দিবাগত রাত্রে স্বামী তার স্ত্রীকে গলাটিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। 

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায় আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/এএএম