বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ ফেব্রুয়ারি

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:১২

২০১৮ সালের রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। 

আজ রবিবার (২১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালত এ দিন ধার্য করেন।

২০১৪ সালে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারীবাবুসহ তিনজন মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। তাই মৃত্যুর প্রতিবেদন আসা সাপেক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন ধার্য করেন আদালত।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে  নির্বাচন পরবর্তী সংঘাত, ভাঙচর ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে পল্টন থানার উপপরিদর্শক শরিফ মামলাটি দায়ের করেন।

ইত্তেফাক/কেকে