বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাবুলে টিভি উপস্থাপকের ওপর হামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:৩৮

আফগানিস্তানের আয়না টিভি চ্যানেলে উপস্থাপক আহমেদ বাসের আহমাদি'র ওপর হামলা চালিয়েছে একদল সশস্ত্র ব্যক্তি। বাড়ি ফেরার পথে তিনি এই হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে টোলো নিউজ। 

আহমাদি বলেন, হামলাকারীরা পিস্তল দিয়ে আমার মাথায় আঘাত করে এবং দাঁত ভেঙে দেয়। তারা দুইটি ফাকা গুলি করে। একটি গুলি দেয়ালে ও আরেকটি গুলি লেগেছে মাটিতে বলে জানিয়েছেন তিনি।

হামলার শিকার আহমাদি বলেন, সাংবাদিক ও মিডিয়াকর্মীরা এই দেশে নিরাপদ নন। অনেকেই এই দেশে ছেড়ে চলে গেছেন। 

দেশব্যাপী সাংবাদিকেরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন টোলো নিউজ। 

ফারখুন্দা মিহবি নামে এক সাংবাদিক বলেছেন, গত ৩ মাসে আফগানিস্তানে সাংবাদিকদের উপর ৩০টিরও বেশি হামলা করা হয়েছে। একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এটি অত্যন্ত হতাশাজনক।

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের করা এক জরিপ থেকে জানা যায়, পূর্ববর্তী সরকারের পতনের পর প্রায় ৭০% মিডিয়াকর্মী তাদের চাকুরি হারিয়েছে। শুধু তাই নয়। প্রায় ৮০% মিডিয়া সংস্থা বন্ধ হয়ে গেছে।

ইত্তেফাক/এএইচপি