বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্ভবত এই প্রথম ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী দিল্লিতে কোনো দেশের মিশনে যাচ্ছেন সেই দেশের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে। সোমবার (২২ নভেম্বর) এসব জানিয়েছে টাইমস নাউ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তখন ভারতীয় সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনী উভয়ই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল।
সাম্প্রতিক বছরগুলোতে কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এমন অনুষ্ঠানের জন্য কোনো দূতাবাস বা হাই কমিশনে যাননি।