শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়ার্ড কাউন্সিলর সোহেল ও তার সহযোগীকে হত্যার নেপথ্যে কী

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:২৯

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হন।

সোমবার (২২ নভেম্বর) বিকালে নগরীর পাথুরীয়াপাড়া এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. সোহেল নগরীর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর। সোহেল পাথুরীয়াপাড়া এলাকার সৈয়দ শাহজাহানের ছেলে। হরিপদ সাহা নবগ্রাম এলাকার বাসিন্দা। তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মো. সোহেল নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে স্থানীয় কয়েকজনকে নিয়ে বসে ছিলেন। এ সময় ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল গুলি ছুড়তে ছুড়তে কার্যালয়ে প্রবেশ করে। সন্ত্রাসীদের গুলিতে সোহেল ও হরিপদ সাহা মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল ও অটোরিকশায় ঘটনাস্থল ত্যাগ করে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।  

 

 

ইত্তেফাক/ইউবি