শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কানাডায় বাংলাদেশি মালিকানাধীন সিকিউরিটি কোম্পানির যাত্রা শুরু

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৯:১১

কানাডার ম্যানিটোবাতে বাংলাদেশি মালিকানাধীন সিকিউরিটি কোম্পানি ‘টোটাল সিকিউরিটি কানাডা’র যাত্রা শুরু হয়েছে। ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগ শহরে এই কোম্পানির উদ্বোধন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান।

টোটাল সিকিউরিটি কানাডা সিকিউরিটি গার্ড নিয়োগের পাশাপাশি কানাডায় কাজ করা বিভিন্ন সিকিউরিটি কোম্পানি গুলোকে পোশাক সরবরাহ করে থাকে। এই পোশাক বাংলাদেশ থেকে আমদানি করা হয়। খুব শিগগিরই প্রতিষ্ঠানটি সাইবার সিকিউরিটি এবং সিকিউরিটি গার্ড  ট্রেনিংসহ বিভিন্ন দিক নিয়ে কাজ করবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এল এম এ (প্রাদেশিক সংসদ সদস্য), এন্ড্রু স্মিথ, ম্যাট ওয়াইব, সান্দ্রি ল্যামারো, সিটি কাউন্সিল, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান, কানাডায় বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতা, কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ ইসলামসহ অনেকেই।

ইত্তেফাক/ইউবি