ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েকশ শিক্ষার্থী।
বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া ইত্তেফাক অনলাইনকে জানান, আমরা ঘটনাস্থল আছি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান করে বিক্ষোভ করছে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে মতিঝিল ও গুলিস্তানের কিছু পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত নিয়ন্ত্রণ করতে। বঙ্গভবনের দিকে যে সড়কটি গিয়েছি সেটি আমরা বিশেষভাবে খোলা রেখেছি।
এর আগে বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির নাঈম হাসান (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে নটরডেম কলেজের ছাত্র নিহতের ঘটনায় দক্ষিন সিটি বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে আহবায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন কর হয়েছে।