সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গাজীপুরে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার 

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫:২৫

গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের দেশীপাড়া এলাকা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) রাত ১১ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়ইয়া গ্রামের মৃত বাছির উদ্দিনের মেয়ে ফেরদৌসী আক্তার (২৭) ও তার মেয়ে তাসমিয়া আক্তার (৪)। তারা মহানগরীর হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ফেরদৌসীর তার পূর্বের স্বামী জয়নালের ঘরে হাসনা ও তাসমিয়া নামের দুই সন্তান রয়েছে। পরে  রবিউলের সঙ্গে ফেরদৌসীর দ্বিতীয় বিয়ে হয়। বুধবার কোনো এক সময়ে কে বা কারা মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে দেশীপাড়া এলাকায় রাস্তার পাশে নির্জন স্থানে ফেলে যায়। রাত সাড়ে এগারোটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার বিস্তারিত রহস্য জানা যায়নি। তবে রহস্য উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে। 

ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম