রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত আহসান কবির খান (৪৫) দেশের গণমাধ্যম প্রথম আলোর সাবেক কর্মী। তারাই এক প্রতিবেদনে একথা নিশ্চিত করেছে। দুর্ঘটনায় তার মুখমন্ডল থেঁতলে যাওয়ায় জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে। কবির খান রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। তবে রাইডারকে খুঁজে পাওয়া যায়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সিগন্যাল ছাড়লে উত্তর সিটির ময়লার গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আহসান কবীর খান রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় ময়লার গাড়িটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এর আগে, বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হন।