শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সতীর্থদের কান বন্ধ রাখার পরামর্শ মুমিনুলের

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২৩:৩৬

আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। টানা পরাজয়ের মিছিলে হতোদ্যম সমর্থকরা। বাড়ছে সমালোচনা। দলটাও টালমাটাল নানা কারণে। আইসিসি টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। ইনজুরির কারণে দলটাও পূর্ণ শক্তির নয়। জাতীয় দলের নতজানু ছবিটা হতাশা বাড়াচ্ছে গোটা দেশে।

টি-২০’র হারের প্রভাবটা টেস্টে পড়তে দিতে চান না মুমিনুল হক। পাকিস্তানের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজে নতুন শুরু চান অধিনায়ক। সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদরা নেই ইনজুরিতে। সিনিয়রদের অভাব থাকলেও তরুণদের নিয়ে এগিয়ে যেতে চান মুমিনুল। 

অতীতেও এমন বাজে সময় কেটেছে বাংলাদেশ দলের। মুমিনুলের মতে, বাইরের সমালোচনা নিয়ে ভাবা উচিত হবে না। মানুষের মুখ বন্ধ রাখা সম্ভব নয় ক্রিকেটারদের পক্ষে। তাই নিজেদের কান বন্ধ রাখার পরামর্শই সতীর্থদের দিলেন তিনি। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে নামার আগে রঙিন পোশাকের ব্যর্থতাকে ভুলে যাওয়ার চেষ্টাই করছে টাইগাররা।

মুমিনুলের আশা, দ্রুতই ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হয়ে আসবে বাংলাদেশ দল। দেখুন এমন কিন্তু নতুন নয়। বাংলাদেশ দল এমন অবস্থার মধ্য দিয়ে আগেও গেছে এবং সেখান থেকে বেরিয়েও এসেছে। এবারও আমরা সেই চেষ্টাই করছি।’

দলকে সমালোচনা থেকে দূরে রাখার উপায় জানাতে গিয়ে মুমিনুল বলেছেন, ‘শেষ পর্যন্ত এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজের কাজেই মনোযোগ দিতে হবে। কারণ, বাইরে লোকে কথা বলবেই। আপনি তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় যে নিজের কান বন্ধ রাখতে হবে। এটাই আমি বিশ্বাস করি। সবাইকে সেটাই বলেছি। সবাই সেই ভাবেই কাজ করছে।’

টি-২০’র রেজাল্ট ভুলেই ভালো শুরু চান মুমিনুল। সেখানে তাকে স্বস্তি দিচ্ছে টেস্টের বিশেষজ্ঞ ক্রিকেটাররা। কারণ টি-২০ দল থেকে মাত্র ৩ ক্রিকেটার টেস্টে আছেন। অধিনায়ক গতকাল বলেছেন, ‘এই দলে যারা আছে, সবাই কিন্তু মূলত টেস্ট খেলোয়াড়। চার দিনের ম্যাচের খেলোয়াড়। যেমন আমি, রাহি (আবু জায়েদ), ইবাদত, সবাই কিন্তু মূলত টেস্ট খেলোয়াড়। আমরা সবাই আমাদের দায়িত্বটা জানি। এখানে ওই জিনিসটা মনে হয় না খুব বেশি প্রভাব ফেলবে।’

 

ইত্তেফাক/এসআই