রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, ২ জনের প্রাণহানি

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০১:২১

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেলিম ও জাবেদ নামের দুই জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম মানিক ও সুভাষ চন্দ্র দে নামের আরও দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে হানিফ পরিবহনের বাসটি ফটিকছড়ির দিকে যাওয়ার সময় কাটিরহাট বাজার এলাকায় আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম ও জাবেদ দুইজন নিহত হয়। নিহত অটোরিকশা চালক মো. সেলিম হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার ও জাবেদ হামজারবাগ এলাকার বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় আহতকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

ইত্তেফাক/জেডএইচডি