শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বোতল জমা দিলেই মিলবে টাকা

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২০:৫৬

বোতল জমা দিলেই মিলবে টাকা। রাস্তার পাশেই রাখা আছে মেশিন। সেখানে বোতল জমা দিলে মিলবে রসিদ। আর সেই রসিদ জমা দিলেই মিলবে টাকা। এভাবেই ধীরে ধীরে প্লাস্টিক বোতল কমানোর কার্যক্রম চলছে জার্মানিতে।

জার্মানিতে প্রায়ই দেখা যাচ্ছে, লোকজন বোতল ভরা বস্তা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছে। মূলত দেশকে প্লাস্টিকমুক্ত করার একটা প্রচেষ্টা শুরু করেছে জার্মানি।  প্লাস্টিক প্যাকেজেড কোনও জিনিস কিনে পরে যে কোনও জায়গায় নির্দিষ্ট কাউন্টারে ওই ফাঁকা বোতল জমা দিলে একটি রসিদ মিলবে। ওই রসিদ জমা দিলেই টাকা।

এর পুরো কাজটাই হবে মেশিনের দ্বারা। থাকবে ভেন্ডিং মেশিন। সেখানে বোতল ঢুকিয়ে দিলে বেরিয়ে আসবে একটি রসিদ। পরে ওই রসিদ নিয়ে সংশ্লিষ্ট কাউন্টারে জমা দিলেই মিলবে টাকা। এমন নয় যে, যেখান থেকে জিনসটি কেনা হয়েছে সেখানেই বোতল জমা দিতে হবে বা সেখান থেকেই টাকা নিতে হবে। যে কোনও জায়গাতেই, যেখানে যেখানে এই ভেন্ডিং মেশিন বা কাউন্টার থাকবে সেখানেই কাজটি করা যাবে। এই পুরো ব্যাপারটিতে উপকার হচ্ছে পরিবেশের। এতদিন ধরে প্লাস্টিকের কারণে পরিবেশ-প্রকৃতির যে ক্ষতি হচ্ছিল সেটা কমেছে।    

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন