শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সড়কে শিক্ষার্থীরা, কাগজ যাচাই করে ছাড়ছেন যানবাহন

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪:২৭

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মোড়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  এসময় তারা ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে থাকা প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করছে।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা রাপা প্লাজার সামনে মিরপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। ধানমন্ডি থানা এলাকার ট্রাফিক পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, ইউনিফর্ম এবং ইউনিফর্ম ছাড়া প্রায় শতাধিক শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। তারা যানচলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হচ্ছে—নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন