শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টি-টোয়েন্টিতে বিরতির কারণেই টেস্টে সফল লিটন

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:২৫

ঠিক কোনঠাসা না হলেও চট্টগ্রামে টেস্টে ভালো অবস্থায় নেই বাংলাদেশ। বরং পাকিস্তানই সুবিধাজনক অবস্থানে আছে দ্বিতীয় দিনের খেলা শেষে। বাংলাদেশের ৩৩০ রানের জবাবে শনিবার দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৪৫ রান। বাংলাদেশের চেয়ে ১৮৫ রান পিছিয়ে থাকলেও সফরকারীদের দুই ওপেনারকে বিচ্ছিন্ন করা যায়নি। আবিদ আলী ৯৩, আব্দুল্লাহ শফিক ৫২ রানে ব্যাট করছেন।

সাগরিকার উইকেট ব্যাটিং স্বর্গ, এটা বুঝতে বাকি নেই। গত দুই দিনেই প্রথম সেশনে উইকেট পড়েছে। গতকাল ৭৭ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ, প্রথম দিনে পড়েছিল ৪ উইকেট। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের শেষ দুই সেশনে উইকেট পড়েনি। অবশ্য বাংলাদেশ উইকেটের দেখা পেতে পারতো, কিন্তু তাইজুলের বলে ইনিংসের ১৩তম ওভারে রিভিউ না নেওয়ায় উইকেট শূন্য দিন কেটেছে।

দিন শেষে লিটন দাস জানালেন, ম্যাচটা দুই পক্ষেই আছে। তবে কাল সকালে দ্রুত ২-৩টি উইকেট নিতে হবে বাংলাদেশকে। দিনভর উইকেট না পেলেও নিজেদের বোলিং আক্রমণকে দুর্বল মানেননি লিটন। শফিকের রিভিউ নেওয়া হয়নি, তাৎক্ষণিকভাবে বল আগে ব্যাটে লেগেছে বলে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১১৪ রান করা লিটন বলেছেন, টি-২০’র বিরতির কারণেই টেস্টে সফল হয়েছেন।

দিনভর ক্লান্তিকর বোলিংয়ে উইকেট পাননি এবাদত-রাহীরা। উইকেটের সুযোগও তৈরি হয়নি। তারপরও বোলিং আক্রমণকে দুর্বল বলছেন না লিটন, ‘আপনি কীভাবে দুর্বল বোলিং লাইন আপ বলতে পারেন? যে কয়টা বোলার খেলতেছে সবাইতো টেস্ট বোলার। এবাদত, রাহি এরা দুজনেই টেস্ট বোলার। তাইজুল, মিরাজকে নিয়েতো সন্দেহই নেই। তো এখানে দুর্বল বোলিংয়ের তো কিছু নেই।’


 

 

ইত্তেফাক/এসআই