শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৯ দেশের ওপর অস্ট্রেলিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১:৪৩

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৯টি দেশের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ ছটিয়ে পড়ারা আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া দেশটি তার সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করেছে। 

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী গ্রেস হান্ট বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক নন এমন ব্যক্তি গত ১৫ দিনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ আরো কয়েকটি দেশে ভ্রমণ করে থাকলে তারা আর অস্ট্রেলিয়া ফিরতে পারবেন না। 

নিষেধাজ্ঞা জারি করা এ কয়েকটি দেশে অস্ট্রেলিয়ার নাগরিকরা ভ্রমণ করে থাকলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। 

ক্যানবেরায় সাংবাদিকদের হান্ট আরো বলেন, এসব কঠোর সিদ্ধান্ত দ্রুত ও অবিলম্বে কার্যকর হবে। 

গত ৯ নভেম্বর তীব্র সংক্রামক ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এটি ঠিক কি ধরণের হচ্ছে তা নিয়ে বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক ধরণ বলে চিহ্নিত করেছে। 

ইত্তেফাক/এএইচপি