শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও তুরস্কের নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৩০

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার অ্যাডমিরাল আদনান ওজবাল। আজ সোমবার (২৯ নভেম্বর) সেনা সদর দফতরে সেনা প্রধানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ, জাপান এবং তুরস্কের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের নৌপ্রধান অ্যাডমিরাল আদনান ওজবাল। আজ সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর বনানীর নৌ-সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/জেডএইচডি