তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অরুণ কুমার রায় জামানত হারিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউপি আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার রায়কে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীকে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মো. মোখলেসুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বরে পীরগঞ্জ (ইউপি) নির্বাচনে অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৭৭ ভোট। তৃতীয় অবস্থানে ফজলুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৬নং পীরগঞ্জ ইউপি আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার রায় পেয়েছেন ৬৪৩ ভোট।
এ বিষয়ে জামানত হারানো নৌকা প্রতীকের প্রার্থী ও পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার রায় বলেন, দলীয় নেতা কর্মীদের সে ভাবে সহযোগিতা না পাওয়ায় এ ভরাডুবি ঘটেছে ।