শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:১২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে। কোভিডের কারণে যেখানে বিশ্বের অনেক দেশ নাজুক অবস্থায় চলছে সেখানে বাংলাদেশের সাড়ে ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। 

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচংয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার মতে, দেশে নতুন নতুন ব্যবসা অন্তর্ভুক্ত হয়েছে এবং এ কারণে অর্থনীতির আকারও বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দারিদ্রের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ এবং গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। 

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, তারা তাদের নেত্রীর বিষয়ে আইনের দ্বারস্থ না হয়ে তাঁর চিকিৎসা নিয়ে রাজনীতির মাঠ ঘোলাটে করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। 

 

 

 

 

 

ইত্তেফাক/এসআই