এক লাখ ৭৫ হাজার সেনা নিয়ে রাশিয়া অচিরেই ইউক্রেনকে আক্রমণ করতে পারে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাতে এ খবর প্রকাশের পর হইচই পড়ে গেছে বিশ্বজুড়ে।
জানা গেছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই ওই পরিমাণ সেনার অর্ধেক সেনা ইউক্রেন সীমান্তে পজিশন নিয়েছে। এছাড়া, রাশিয়া ইউক্রেনের কাছে পর্যাপ্ত চিকিৎসা ইউনিট, জ্বালানি এবং অন্যান্য সরবরাহ স্থাপন করেছে।
ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্ট ভিডিও কলে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাইডেন জানিয়েছেন, প্রতিবেশি দেশে আক্রমণ চালানো রাশিয়ার জন্য কঠিন করে তুলবেন তিনি। একইসঙ্গে পুতিনের সঙ্গে লম্বা আলোচনা হবে বলেও আশাপ্রকাশ করেন বাইডেন।