খুলনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বাহারুল হাওলাদার নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরা থানার হরিণটানা গেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বাহারুল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে ওই উপজেলার কাটাখালী গ্রামের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে।
লবণচরা থানার এসআই তপন জানান, বাহারুল মোটরসাইকেলে হরিণটানা থানার দিকে যাচ্ছিলেন। লবণচরা থানাধীন হরিণটানা থানা এলাকার গেট সংলগ্ন একটি স্থানে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।