শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তোমাকে সবসময় মনে পড়ে সুশান্ত: সারা আলি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪:১৩

২০১৮ সালে 'কেদারনাথ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাইফ কন্যা সারা আলি খান। বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অভিষেক কাপুর। 'কেদারনাথ' মুক্তি পায় আজ থেকে ঠিক তিন বছর আগে, ৭ ডিসেম্বর। এদিন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেন সারা ও অভিষেক।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত ২০২০ সালের ১৪ জুন মারা যান। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে 'কেদারনাথ' ছবির নায়িকা সারা আলি খান একটি আবেগঘন ক্যাপশন লেখেন। ছবির বিভিন্ন মুহূর্তের ভিডিও কোলাজ করে ক্যাপশনে লেখেন, '৩ বছর আগে আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়। আমি একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করি এবং আমার প্রথম ও সবচেয়ে বিশেষ ছবিটি মুক্তি পায়। আমি জানি না 'কেদারনাথ' আমার কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা আমি কখনও ব্যাখ্যা করতে পারব কি না - সেই জায়গা, ছবি, স্মৃতিগুলো সবকিছু। কিন্তু আজ সত্যিই আমি আমার মনসুরকে খুব মিস করছি। শুধুমাত্র সুশান্তের অবিচল সমর্থন, নিঃস্বার্থ সাহায্য, অবিরাম নির্দেশনা এবং সহানুভূতিশীল পরামর্শের কারণেই মুক্কু আপনাদের হৃদয়ে পৌঁছতে সক্ষম হয়েছিল। তোমাকে সবসময় মনে পড়ে সুশান্ত।'

অন্যদিকে পরিচালক অভিষেক কাপুরও একটি পোস্ট করে লেখেন, 'একটি সিনেমা যা আমাদের আধ্যাত্মিকতা, প্রেম এবং ট্র্যাজেডির যাত্রার মধ্য দিয়ে নিয়ে গেছে শুধুমাত্র ভস্ম থেকে আবার জেগে ওঠার জন্য। 'কেদারনাথ' ছবির তিন বছর।'

এছাড়া  সিনেমার সেট থেকেও একটি ছবি পোস্ট করেছেন অভিষেক। সেখানে তার সঙ্গে সুশান্তকে দেখা যাচ্ছে। তিনি ক্যাপশনে লেখেন, 'এই গল্পটিকে আজকের আলো দেখাতে যে নিছক আবেগ এবং নিখুঁত নিষ্ঠার দেখা পেয়েছিলাম সেটা ভাবলে এখনও শিহরন হয়। কিন্তু শ্রমের ফল তখনই সবচেয়ে মিষ্টি হয় যখন আপনি জানেন যে তাদের বপন করার জন্য ঘামের শেষ বিন্দু পর্যন্ত ফেলেছেন। গোটা টিমের কাছে আমি চিরকৃতজ্ঞ। একইসঙ্গে ছবির সঙ্গে জড়িত এই অসাধারণ মানুষটার মৃত্যুকে ভুলতে পারি না। আমি এখনও অনুভব করতে পারি পবিত্র পর্বতশৃঙ্গ থেকে মনসুর আমার দিকে তাকিয়ে তার বিশেষ হাসিটা হাসছে।'

 

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন