মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ অভিযান সংস্থা স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তি বা ‘পার্সন অব ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক অটোমোবাইল থেকে মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে একের পর এক সারা বছর খবরের কেন্দ্রে আছেন। ২০০২ সালে মাস্ক প্রতিষ্ঠা করেছিলেন তার মহাকাশ সংস্থা স্পেসএক্স। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ইলন মাস্ক এই গ্রহের ধনীতম ব্যক্তি, তার আনুমানিক সম্পদ ২৬৬ বিলিয়ন মার্কিন ডলার। টাইম ম্যাগাজিন মাস্ককে ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির নিজের কোনও বাড়ি নেই এবং সম্প্রতি তিনি তার ভাগ্যও বিক্রি করে দিয়েছেন’ হিসাবে বর্ণনা করেছে।
টাইম মাস্কের সম্পর্কে আরও বলেছে, ‘তিনি কক্ষপথে উপগ্রহ নিক্ষেপ করেন এবং সূর্যশক্তিকে ব্যবহার করেন। তিনি এমন একটি গাড়ি তৈরি করেছেন যা গ্যাস ব্যবহার করে না এবং ড্রাইভারের প্রয়োজন হয় না বললেই চলে। তার আঙুলের টোকায় স্টক মার্কেট ওঠে-নামে। তার প্রতিটি উচ্চারণে ভক্তরা আন্দোলিত হয়। চৌকো চোয়াল এবং অদম্য মনোভাব নিয়ে পৃথিবীর সিংহাসনে বসে তিনি মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেন। ইদানীং, ইলন মাস্ক তার মলত্যাগকেও লাইভ-টুইট করতে পছন্দ করেন।’
১৯২৭ সাল থেকে প্রতি বছরের শেষে ‘টাইম'স পার্সন অফ দ্য ইয়ার’ খেতাব দিয়ে আসছে টাইমস ম্যাগাজিন। ২০২১ সালে টাইমস ম্যাগাজিন করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা করা গবেষকদের ‘দ্য মিরাকল ওয়ার্কার্স’ বলেছে। গত ৯ ডিসেম্বর টইমস ‘অ্যাথলিট অফ দ্য ইয়ার’ হিসাবে সিমোন বাইলস এবং ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হিসাবে অলিভিয়া রড্রিগোর নাম ঘোষণা করেছে।