রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কাবুলে ড্রোন হামলা করেও পার পেয়ে যাচ্ছে মার্কিন সেনারা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:৪৩

গত আগস্টে তালেবানরা আফগানিস্তান দখল করার পর কাবুলে ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে একটি গাড়িতে ওই হামলা চালানো হয়। কিন্তু এতে নিহত হন তিন প্রাপ্তবয়স্ক ও সাত শিশু। তারা সবাই সাধারণ মানুষ। তবে হামলার দায়ে যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য বা কর্মকর্তাকে সাজা পেতে হবে না।

স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) তথ্যটি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কারবি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

ড্রোন হামলার ঘটনাটি ‘পদ্ধতিগত ত্রুটির’ কারণে ঘটেছে দাবি করে জন কারবি বলেন, অবহেলা বা দুর্বল নেতৃত্বের কারণে এ হামলা হয়নি বলে এমন সিদ্ধান্ত। ওই ঘটনার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের হাতে পৌঁছেছে। সেখানে কোনো জবাবদিহির সুপারিশ করা হয়নি এবং তিনি এটির অনুমোদন করেছেন।

এর আগে সম্প্রতি ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন মার্কিন বিমানবাহিনীর মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল সামি ডি সেইড বলেছিলেন, কাবুলে ড্রোন হামলায় যুদ্ধসংক্রান্ত আইনসহ কোনো আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। ভুলে দুঃখজনক এ ঘটনা ঘটেছে এবং সত্যিকার অর্থেই এটা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল না।

ইত্তেফাক/টিএ