শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সবাইকে ছাড়িয়ে রেকর্ড বুকে রিজওয়ান-বাবর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৪০

চলতি বছরটা স্বপ্নের মতো কাটছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের। বিশেষ করে টি-টোয়েন্টিতে এরই মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রিজওয়ান। তালিকার দ্বিতীয় স্থানেই আছেন পাক অধিনায়ক। রেকর্ডটিকে আরও বড় করার সুযোগ রয়েছে তাদের সামনে।

গতকাল (১৩ ডিসেম্বর) করাচিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ২০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেছেন রিজওয়ান। তবে বাবর কোনো রান করতে পারেননি।

চলতি বছর এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ানের রান সংখ্যা ১২০১। ২৭ ম্যাচে ৭৬.০৬ গড়ে এই রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিসহ ফিফটি রয়েছে ১১টি। যা ফরম্যাটটির ইতিহাসে এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রান। অন্যদিকে, বাবর আজম সমান ম্যাচে ৮ ফিফটিসহ ৮৫৩ রান করেছেন। তিনি এ তালিকায় দ্বিতীয় স্থানে।

এই বছর আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। ফলে তাদের রান যে আরও বাড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ তিন রান সংগ্রাহকের তালিকায়ও এই দুই ব্যাটার ছিলেন।

ইত্তেফাক/টিএ