শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চবিতে প্রক্টর পরিচয়ে সাংবাদিককে হুমকির ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর পরিচয়ে সময় টিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইফতেখায়রুল ইসলামকে হুমকির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বুধবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরীকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম ও গোলাম কুদ্দুস লাবলুকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এর আগে গত ৭ ডিসেম্বর বহিষ্কার হয়েও পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় মুঠোফোনে  হুমকি দেওয়া হয় সাংবাদিক ইফতেখায়রুল ইসলামকে। হুমকিদাতা তৌহিদুল ইসলাম চবির আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ সিএফসির কর্মী। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ছয় মাসের জন্য বহিষ্কার হন তৌহিদুল ইসলাম।

ইত্তেফাক/এসটিএম