পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে বিজয়ের ৫০ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। আজ (১৬ ডিসেম্বর) পুরো দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশিরা দিবসটি নানাভাবে উদযাপন করছে। বিজয়ের এই সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিকে, বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘৫০তম বিজয় দিবসে, আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতি জি'র (রামনাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’
On the 50th Vijay Diwas, I recall the great valour and sacrifice by the Muktijoddhas, Biranganas and bravehearts of the Indian Armed Forces. Together, we fought and defeated oppressive forces. Rashtrapati Ji’s presence in Dhaka is of special significance to every Indian.
— Narendra Modi (@narendramodi) December 16, 2021
পৃথক এক টুইট বার্তায় বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, ‘৫০তম বিজয় দিবস উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ লড়াই আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।’
Extend warmest congratulations to FM Dr. AK Abdul Momen and the Government and people of Bangladesh on the 50th Victory Day celebrations.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 16, 2021
The valiant fight of people of Bangladesh led by Bangabandhu against oppression & genocide will always inspire us.