মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘মুক্তিযুদ্ধে ভারতের গল্প বাংলাদেশের সামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অংশ’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩:৩৪

ভারতীয় পক্ষের গল্প ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এস এম কামরুল হাসান। পাশাপাশি এটি বাংলাদেশের সামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অংশ বলেও জানান তিনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির প্যারেড গ্রাউন্ডে ১৯৭১ সালের যুদ্ধে বিজয় এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর স্মরণে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে বাংলাদেশের অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন মেজর জেনারেল এস এম কামরুল হাসান। তখন এএনআইকে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল এস এম কামরুল হাসান বলেন, ‘এটি ভারতের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। ১৯৭১ সালের যুদ্ধে ভারত বাংলাদেশেকে যে সহযোগিতা করেছিল তার বহিঃপ্রকাশ। আমরা কৃতজ্ঞতার সহিত এটি মনে রাখি এবং আগামী দিনে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের সিলেবাস এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্তভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রতিফলিত করে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এটিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তারা আগামী দিনেও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’

ইত্তেফাক/টিএ