সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রায়পুরায় আট আওয়ামী লীগ নেতা বহিষ্কার 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়। 

সম্প্রতি নরসিংদী জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি পীরজাদা কাজী মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক জি এম তালেব হোসেন স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই বিষয়ে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঞা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আট জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেন। 

বহিষ্কৃতরা হলেন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সেলিম মিয়া, সাহিত্যবিষয়ক সম্পাদক মহসিন খন্দকার, স্বাস্হ্যবিষয়ক সম্পাদক আবু তাহের, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সরকার।

ইত্তেফাক/এএইচপি