মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতের গুরগাঁওতে উন্মুক্ত স্থানে নামাজ নিয়ে উত্তেজনা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৮

উন্মুক্ত স্থানে নামাজ পড়া নিয়ে উত্তেজনা বিরাজ করছে ভারতের হারিয়ানা রাজ্যের গুরগাওঁতে। স্থানীয় হিন্দুত্ববাদী দলগুলো ও মুসলিমদের এই বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গুরুগাঁওতে গত কয়েক মাস ধরেই উন্মুক্ত স্থানে জুমার নামাজ আয়োজনে বাধা দেয়া হচ্ছে। স্থানীয় হিন্দুত্ববাদী দলগুলোর অভিযোগ, নামাজের জামাত আয়োজনের নামে এসব উন্মুক্ত স্থান দখল করার ফন্দি করছে মুসলমানরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মসজিদের বাইরে নামাজের আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নামাজে বাধা দেওয়ার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেন হারিয়ানা রাজ্যের সাবেক রাজ্যসভা সদস্য মোহাম্মদ আদিব।

গুরুগাঁওয়ের মুসলমানরা বলছেন, প্রশাসন নির্ধারিত স্থানেই তারা নামাজ আদায় করছেন। ধর্মীয় অসহিষ্ণুতা ছড়ানোর উদ্দেশ্যেই তাদের নামাজে বাধা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/টিআর