প্রবল বর্ষণে মালয়েশিয়ার সাতটি রাজ্যে দেখা দিয়েছে বন্যা। এতে নিজের ঘরবাড়ি ছেড়ে রিলিফ সেন্টারে সরে যেতে বাধ্য হয়েছেন অন্তত ২১ হাজার মানুষ। রবিবার (১৯ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বন্যা পরিস্থিতি সামাল দিতে ৬৬ হাজার পুলিশ, সেনাসদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্য কাজ করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবরি ইয়াকভ সাংবাদিকদের বলেন, একদিনের বৃষ্টিপাত স্বাভাবিক অবস্থায় এক মাসের মোট বৃষ্টিপাতের সমান ছিল।
সরকারি একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছয়টি কেন্দ্রীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে রোববার সকাল থেকে পানির মাত্রা বিপজ্জনক স্তর পার করেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডজনখানেক বাসের রুট এবং ট্রেন সেবা বাতিল করা হয়েছে। এর আগে, দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেছে ২০১৪ সালে।