শরীয়তপুরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে র্যালি আয়োজিত হয়। এসময় শিল্পকলা মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই স্থানে এসে র্যালি শেষ হয়।
এসময় র্যালির নেতৃত্ব দেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে।
এদিকে আয়োজিত র্যালিতে নৌকা, ঘোড়া, রং বে-রঙের ফেস্টুন ব্যানার নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে র্যালিতে অংশ গ্রহণ করে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর সঞ্চালনায় শরীয়তপুর শিল্পকলা মাঠে বিজয় র্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার।