রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার চেষ্টায় সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় । এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে রোগী ও স্বজনসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আগুনে ৭ নম্বর ওয়ার্ডের ১৫টি বেডসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।