শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে আওয়ামী লীগের ৬ নেতাকে বহিষ্কারের সুপারিশ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

সাভারে ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নৌকার বিদ্রোহী প্রার্থী ৬ জনকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ। 

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়া এলাকায় এক সভায় এ সিদ্ধান্ত নেন আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

নৌকার বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত ৬ জন হলেন- পাথালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আশুলিয়ার স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়ার স্বতন্ত্র প্রার্থী ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শিমুলিয়া স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুর রহমান মাস্টার ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশুলিয়া থানা যুবলীগের সদস্য মাসুদ আল নূর সজীব। 

আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্দেশনা রয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যারা যাবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজকের সভায় দলের যারা বিদ্রোহী প্রার্থী আছেন তাদের ব্যাপারে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত রেজুলেশন আকারে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দিব। যারা পদে ছিলেন তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে সেই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে সাভারে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫৭ জনসহ সর্বমোট ৫২৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন একজন, সংরক্ষিত সদস্য দুইজন, সাধারণ সদস্য ১০ জন।

 

ইত্তেফাক/এমএএম