বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উরি ব্যাংকে চাকরি, রয়েছে ছুটি ভাতা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২১:১০

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ট্রেড ফিন্যান্স ও হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: সিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসার।

বিভাগ: হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন।

পদসংখ্যা: অনির্ধারিত।

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। রিক্রুটমেন্ট স্পেশালিষ্ট/ এইচআর বিজনেস পার্টনার/ এইচআর জেনারেলিস্ট হিসেবে ৩ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের শÌম আইন, ব্যাংক কোম্পানি আইন সম্পর্কে জানতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের নাম: অফিসার/ সিনিয়র অফিসার

বিভাগ: ট্রেড ফিন্যান্স।

পদসংখ্যা: অনির্ধারিত।

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগিÌ। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো প্রফেশনাল সার্টিফিকেট ইন ট্রেড অপারেশনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের একটি সিভি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বরাবর, প্রধান, মানবসম্পদ বিভাগ, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (দ্বিতীয় তলা), ৬৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন