মধ্য আফ্রিকার রাষ্ট্র ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কঙ্গোর পূর্বাঞ্চলীয় সাউথ কিভু প্রদেশে এই ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, সাউথ কিভু প্রদেশের প্রধান শহর শাবুন্দা থেকে ১৫ কিলোমিটার দূরে কেইশা নামক একটি গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়।
সাউথ কিভু প্রদেশের পরিবহনমন্ত্রী ম্যাথিউ মালুমবি জানান, ওই বিমানে মোট ৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি সেবার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং জীবিতদের অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া বিমান বিধ্বস্তের কারণ জানতেও তদন্ত শুরু হয়েছে।
কঙ্গোর পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনার ঘটনা খুই সাধারণ। ২০১৯ সালে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে ২৭ জন নিহত হয়েছিলেন।