মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

স্যাটেলাইট বহনকারী রকেট মহাকাশে পাঠালো ইরান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২:০৩

মহাকাশে স্যাটেলাইট বহনকারী রকেট পাঠিয়েছে ইরান। পরমাণু চুক্তি নিয়ে আবারও বৈশ্বিক পরাশক্তি দেশগুলোর সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের চলমান আলোচনার মধ্যেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ করলো মধ্যপ্রাচ্যের দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ইরানের পক্ষ থেকে এই রকেট উৎক্ষেপণের কথা জানানো হলেও ঠিক কখন সেটি মহাকাশে গিয়েছে তা জানানো হয়নি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসেইনি জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী ওই রকেটের নাম সী-মোর্গ বা ‘ফোনিক্স’। এই রকেটে করে তিনটি গবেষণাধর্মী ডিভাইস মহাকাশে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মহাকাশ গবেষণার এই মিশনে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি ডিভাইস পাঠানো হয়েছে। এসব ডিভাইস মহাকাশের কক্ষপথে ৪৭০ কিলোমিটার (২৯০ মাইল) উচ্চতায় অবস্থান করবে। রকেটের গতি ছিল প্রতি সেকেন্ডে ৭ দশমিক ৩৫০ কিলোমিটার।

ইত্তেফাক/টিআর