বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, শত শত বাড়ি ধ্বংস 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলের শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে হতাহতের ঘটনা ঘটতে পারে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার অন্তত সাত জন আহত হয়েছেন। তবে কর্মকর্তাদের ধারনা দাবানলে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কেননা বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। সেখানে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। 

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, কিছু জায়গায় 'জীবনহানির মত অবস্থা' বিরাজ করছে। 

লুইসভিলের অন্তত ৩০ হাজার মানুষকে বৃহস্পতিবার ঐ অঞ্চলের কর্তৃপক্ষ সরিয়ে যেতে নির্দেশ দিয়েছে। এই অঞ্চলের পার্শবর্তী শহরেও ধোঁয়া দেখা গেছে। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বোল্ডার কাউন্টি শেরিফ জো পেলে বলেন, সাগামোরে আনুমানিক ৩৭০ বাড়ি ধ্বংস হয়েছে, এছাড়া সুপেরিয়র শহরের আরো ২১০টি বাড়ি আর নেই।  তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা 

 

ইত্তেফাক/এসআর