বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ: প্রধান বিচারপতি

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫:১৭

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না।

আজ রবিবার (২ জানুয়ারি) সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক, সে আমার কর্মকর্তা-কর্মচারী হলেও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।

এর আগে, প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

গত ৩০ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

ইত্তেফাক/কেকে