শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তালেবানের সঙ্গে পাক বাহিনীর ফের সংঘাত কি আসন্ন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৭:৫৮

পাকিস্তান তার স্বার্থ রক্ষায় এবং আফগানিস্তানের সঙ্গে 'ছিদ্রযুক্ত' সীমান্তে বেড়া দেওয়ার কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। পাকিস্তানের শীর্ষ কূটনীতিবিদ এ কথা বলেন। 

সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গণমাধ্যমে বলেন, বেড়া দেওয়ার কাজ নিয়ে পাকিস্তান 'বিভ্রান্তি' নিরসনে 'কূটনৈতিকভাবে' তালেবানদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।

কুরেশি আরো বলেন, আমরা চুপ করে বসে নেই। আমরা আফগান সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে।  

গত মাসের শেষের দিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার বরাবর পাক সেনারা নিরাপত্তা বেড়া দেওয়ার কাজ শুরু করলে তা বন্ধ করে দেয় তালেবান। শুধু তাই নয় সেই বেড়া গুঁড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালেবান সীমান্তরক্ষীরা। এমনকি বাধা দিলে পাক সেনাদের গুলি করারও হুমকি দেয় তালেবান। 

আগফানিস্তানে গত বছরের আগস্টে তালেবানের ক্ষমতা আসায় পর এমন ঘটনা প্রথম। 

তাই কুরেশির করা মন্তব্য আদৌ তালেবান মানবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড, এএনআই। 

ইত্তেফাক/এসআর