শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাতে তিন সেলাই, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত জয়

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪:১০

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে চতুর্থ দিন ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তৃতীয় ও চতুর্থ আঙুলের ফাঁকে বলের আঘাতে সেলাই পড়েছে তিনটি। চলতি টেস্ট তো বটেই, ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত হয়ে পড়লেন টাইগার ওপেনার।

দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, অন্তত ৮ থেকে ১০ দিন জয়কে পর্যবেক্ষণে থাকতে হবে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে যথাক্রমে ০ ও ৬ রান করেছিলেন। এর পরই অনেকেই ধরে নিয়েছিলেন জাতীয় দলে এসে আরও এক তরুণ ক্রিকেটার ঝড়ে পড়ার অপেক্ষায়। তবে সমালোচকদের ধারণাকে যেন নিজের দ্বিতীয় টেস্টেই ভুল প্রমাণ করে দিয়েছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে তাদের বিশ্বসেরা পেস বোলিং লাইনআপের সামনে বুক চিতিয়ে লড়ে গেছেন। জানান দিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২২৮ বল মোকাবিলায় করেছেন ৭৮ রান। এতে চারের মার ছিল মাত্র ৭টি। তার এই উইলোর ওপর ভর করেই এখন মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

ইত্তেফাক/ ইআ