বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সামনে এলো মিমের বিয়ের ছবি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:১১

তারকাদের নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নিয়ে। সেটা যদি হয় বিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমানে প্রায় সব তারকাই চান তার বিয়ের ছবি-ভিডিও যেনো কেই ভাইরাল করতে না পারে। সেজন্য কতই না লুকোচুরি। কিন্তু কোন না কোনভাবে তা সামনে আসেই। তেমনটিই ঘটলো ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের বিয়ের ক্ষেত্রে।

বাগদানের মতোই লুকোচুরি করে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নানাবিধ সূত্র বলছে, আজ (৪ ডিসেম্বর) দুপুরে সম্পন্ন হয় তার বিয়ে। সেই গোপন আসরের ছবি ফাঁস হয় এদিন বেলা সাড়ে তিনটা নাগাদ সোশ্যাল হ্যান্ডেলে।

বর সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার ও মিমের প্রেমিক।

জানা গেছে, সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এতে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের নির্মাতা ও শিল্পীরা।

বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দার। ছবি: সংগৃহীত

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন