শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪৪ ছাত্রের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২৩:৫০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪৪ জন ছাত্রের বিষয়ে করণীয় নির্ধারণে ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া সভা বিকাল ৫টা পর্যন্ত চলে। পরে সভা মুলতবি করা হয়। বুধবার সকালে ফের মুলতবি সভা অনুষ্ঠিত হবে।

১১ সদস্যের কমিটি ৭ ঘণ্টা বৈঠকের পর বিকাল সাড়ে ৫টায় পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসার ডা. মো. ইসমাইল সাইফুল্লাহ বলেন, কমিটির মিটিংয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পুনরায় সভা শুরু হবে। পরে বেলা ১১টায় জরুরি সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

গত বছরের ৩০ নভেম্বর বিকেলে কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেন মারা যান। মৃত্যুর পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ ওঠে তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ তার অনুগত ছাত্ররা দায়ী।