বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রামেক করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩:১৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। 

বুধবার (৫ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে তিনজন রাজশাহীর ও একজন নাটোরের। 

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৪ জন। যাদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ রয়েছে। অন্যদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ এসেছে। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা। 

ইত্তেফাক/এএএম