কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর ঐ ডোজটি মানুষের শরীরে অ্যান্টিবডির পরিমাণ পাঁচ গুণ বাড়ায় বলে এক গবেষণার প্রাথমিক ফলাফলের বরাত দিয়ে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
‘চতুর্থ ডোজ দেওয়া শুরু হওয়ার পর এক সপ্তাহে, আমরা উচ্চমাত্রার নিশ্চয়তাসহ জেনেছি যে চতুর্থ ডোজ শরীরের জন্য নিরাপদ’, মঙ্গলবার ইসরায়েলের সেবা মেডিক্যাল সেন্টারে এক অনুষ্ঠানে বেনেট এ কথা বলেন।
ইসরাইল জুড়ে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সেবা মেডিক্যাল সেন্টার নিজেদের কর্মীদের মধ্যে পরীক্ষামূলক দ্বিতীয় বুস্টার ডোজ দিচ্ছে। সাংবাদিকদের ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘খবরের দ্বিতীয় অংশ হচ্ছে :আমরা জেনেছি যে চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর আমরা টিকা দেওয়া ব্যক্তির অ্যান্টিবডির সংখ্যা পাঁচ গুণ বাড়তে দেখেছি।’ অ্যান্টিবডি বাড়ায় তা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও গুরুতর লক্ষণের বিরুদ্ধে প্রতিরোধ বাড়াবে বলেও মনে করছেন বেনেট।