শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াই আজ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৭:৪৫

বাংলাদেশের নিখাদ ফুটবলপ্রেমীরা চাইবে ফাইনালে আবাহনী-মোহামেডানই উঠুক। তবে আশা মাটি করার সামর্থ্য যে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি এবং সাইফ স্পোর্টিং ক্লাবের আছে, তা ভালোভাবেই জানা। ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ প্রথম সেমিফাইনালে বিকাল ৪টায় রহমতগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা ৭টা দ্বিতীয় সেমিফাইনালে সাইফের বিপক্ষে লড়বে আবাহনী লিমিটেড। দুটো খেলাই হবে কমলাপুর স্টেডিয়ামে। 

কোয়ার্টার ফাইনালে এক রহমতগঞ্জ ছাড়া কারোরই জয়ের জন্য বেগ পেতে হয়নি। চট্টগ্রাম আবাহনীকে ২-১ হারিয়ে সেমিতে নাম লেখায় মোহামেডান। তবে সেদিন গোছানো ফুটবল উপহার দিতে পারেনি ফেড কাপে ১০ বারের চ্যাম্পিয়নরা। একই দিনে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছিল সাইফ। যদিও ব্যবধানটা আরো বড় করতে পারতেন জামাল ভুইয়ারা। ভুল শুধরে আজ টানা দ্বিতীয়বার আসরের ফাইনালে ওঠার লক্ষ্যে খেলতে নামবে সাইফ স্পোর্টিং। 

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে রহমতগঞ্জ। ৭ গোলের থ্রিলারে শেখ রাসেলকে তারা হারায় ৪-৩ গোলে। পুরো ম্যাচেই আক্রমণভাগে দাপট দেখিয়েছে সৈয়দ গোলাম জিলানির দল। স্বপ্ন দেখছে এক মৌসুম পর আবারও ফাইনালে ওঠার। কিন্তু খেলার শেষ দিকে ডিফেন্স ও মাঝমাঠে তাদের ঘাটতি নজরে পড়েছে বেশ। আজও তার পুনরাবৃত্তি হলে মোহামেডানের মতো দল সুযোগ নষ্ট করতে নিশ্চয়ই চাইবে না। 

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে দাপট দেখানো জয় পেয়েছে আবাহনী। ম্যাচের আগে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও শেখ জামালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তারা। স্বাধীনতা কাপের মতোই তিন বিদেশি ডোরিয়েলটন, রাফায়েল অগুস্তো ও ড্রানিয়েল কলিন্দ্রেসের কাঁধে চড়ে উড়ছে মারিও লেমোসের দল। টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাবকে (১১ বারের চ্যাম্পিয়ন) গত দুই মৌসুম ধরে দেখা যায়নি ফাইনালের মঞ্চে। সেই খরাই আজ কাটাতে চাইবেন স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা।

ইত্তেফাক/ ইআ