ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এর দ্বিতীয় সিজনে টালিগঞ্জের অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বদলে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নেওয়ার খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে।
দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় দ্বিতীয় সিজনে ভ্রমর চরিত্রে দেখা যাবে তাকে। এই ভূমিকায় প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়। সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র এটি।
জানা যায়, নীলকুঠির রাজা বা নীলকুঠির পাইলট হিসেবে সৌরভকেই দেখা যাবে। আর ভ্রমর হিসেবে খ্যাত শোলাঙ্কি নিজেই নাকি সরে দাঁড়িয়েছেন সিরিজ থেকে। এরপর ভ্রমর চরিত্রের অফার দেওয়া হয়েছিল কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনকে।
অবশেষে চরিত্রটি করতে রাজি হয়েছেন ঢাকার মিথিলা। আপাতত করোনা আক্রান্ত স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি ও মেয়ে আইরা। তাই আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই শুরু হবে ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শুটিং।
ইত্তেফাক/বিএএফ