বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

উত্তপ্ত কাজাখস্তানে ১৮ নিরাপত্তা কর্মী নিহত, রুশ সেনা মোতায়েন 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২২:২৯

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে কাজাখস্তানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশটিতে চলমান বিক্ষোভে ১৮ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত ৭৪৮ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা। 

নিহত ১৮ জন নিরাপত্তা রক্ষীর মধ্যে দুই জনের মাথা কেটে নেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও আরআইএ নোভোসতি জানায়, এখন পর্যন্ত দুই হাজার ২৯৮ জনকে আটক করা হয়েছে। 

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চলমান পরিস্থিতি দমাতে বৃহস্পতিবার কাজাখস্তানে আধাসামরিক বাহিনী পাঠিয়েছে রাশিয়া।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব চালিয়েছে কাজাখ পুলিশ। বিক্ষোভকারীরা সরকারি ভবনের ওপর হামলা চালাতে চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে। গুলিতে ডজনখানেক বিক্ষোভকারী নিহত হয়েছে।

দেশটিতে গত শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এরপর দিন দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটিসহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স।

 

ইত্তেফাক/এসআর