শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইউপি নির্বাচন

পঞ্চম ধাপেও এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

ইসিতে প্রাপ্ত ৬৯২ ইউপির ফলাফলে স্বতন্ত্র ৩৪৬, আওয়ামী লীগ ৩৪১, অন্যান্য ৫

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৩:২৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছে। ভোটের হারে অনেকটা পিছিয়ে গেছে নৌকার প্রার্থীরা। তৃতীয় ও চতুর্থ ধাপের মতো পঞ্চম ধাপের ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা ভালো করেছেন। গত বুধবার সারা দেশে ৭০৭টি ইউপির ভোট সম্পন্ন হয়। এর মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ৬৯২টি ইউপির ফলাফল এসেছে। গোলযোগের কারণে বিভিন্ন ইউপির ১৩টি ভোটকেন্দ্র স্থগিত রয়েছে। আদালতের আদেশে এবং সহিংসতার কারণে একটি ইউপির পুরো ভোট স্থগিত আছে। ইসির প্রাপ্ত ফলাফলে পঞ্চম ধাপে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানসহ ৩৪১টি ইউপিতে আওয়ামী লীগ জয়লাভ করেছে। সরাসরি ভোটে জয়ী হয়েছে ২৯৩টি ইউপিতে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৩৪৬টি ইউপিতে সরাসরি জয়লাভ করেছে। এছাড়া জাতীয় পার্টি-জাপা দুটি, জাতীয় পার্টি-জেপি একটি, জমিয়তে উলামায়ে ইসলাম দুটিতে জয়ী হয়।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি-জামায়াত সমর্থিত। কেননা বিএনপি আনুষ্ঠানিকভাবে ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কয়েক জন প্রার্থী জয়লাভ করেছেন। এখন পর্যন্ত পাঁচ ধাপে প্রায় ৩ হাজার ৭৫০-এর বেশি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। ইসি থেকে প্রাপ্ত ইউপির ফলাফলে আওয়ামী লীগ ২ হাজার ১০০ ইউপিতে জয়লাভ করেছে। এর মধ্যে সাড়ে ৩০০ আবার বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। অন্য দিকে ১ হাজার ৬০০ ইউপিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রায় ৬ শতাধিক ইউপিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। বাকিরা অন্য রাজনৈতিক দলের। এর মধ্যে জাতীয় পার্টি-জাপা ৩৮টিতে ইউপিতে জয়লাভ করে। জাতীয় পার্টি-জেপি-সাতটি ইউপিতে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতটিতে। বাকিগুলো জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, জমিয়তে উলামায়ে দলের প্রার্থীরা বিজয়ী হন। 

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ৮৩৪টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ৭৯৯টি ইউপির ফলাফল ঘোষণা করে ইসি। ইসির প্রাপ্ত ফলাফলে ঐ ধাপেও ভালো ফলাফল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্য দিকে এই ধাপে তেমন বেশি সুবিধা করতে পারেনি আওয়ামী লীগের প্রার্থীরা। চতুর্থ ধাপের ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানসহ ৩৯৭টি ইউপিতে আওয়ামী লীগ জয়লাভ করে। সরাসরি ভোটে জয়ী হয় ৩৪৯টি ইউপিতে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৩৯২টি ইউপিতে সরাসরি জয়লাভ করেছে। এছাড়াও জাতীয় পার্টি-জাপা ছয়টি, জাতীয় পার্টি-জেপি একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটি ও জাকের পার্টি একটিতে জয়ী হয়। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারা দেশে ১ হাজার ইউপিতে তৃতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হয়। তবে ভোটের আগেই ১০০ ইউপিতে ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। এর মধ্যে ৯৯ জনই আওয়ামী লীগের। ফলে ৯০০ ইউপিতে চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৪৪৫টি ইউপিতে জয়লাভ করেছে। আওয়ামী লীগ জিতেছে ৫২৪ (বিনা প্রতিদ্বন্দ্বিতা ৯৯সহ) ইউপিতে। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি-জাপা ১৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জমিয়তে উলামায়ে একটি করে ইউপিতে বিজয়ী হয়। 

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ৮৩৪টি ইউপির মধ্যে ৪৮৬টিতে জয় পেয়েছিল ক্ষমতাসীন দলের প্রার্থীরা। যার মধ্যে আবার ভোট ছাড়াই চেয়ারম্যান হন ৮১ জন। স্বতন্ত্রভাবে জয়ী হন ৩৩০ জনের মতো প্রার্থী। এই ধাপে দুই শতাধিক ইউপিতে জয় তুলে নেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অন্য দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনকারী বিএনপির প্রার্থীরা স্বতন্ত্রভাবে শতাধিক ইউপিতে জয় পায়। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ১৮টি ইউপিতে জয়ী হয়। এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় অনুষ্ঠিত ৩৬৪ ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগ জয় পেয়েছিল। যদিও ঐ ধাপেও ৭৩ জন আওয়ামী লীগের চেয়ারম্যান ভোট ছাড়াই নির্বাচিত হন। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে ৩৪৯ জন। বাকি দুজন স্বতন্ত্র। মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিড়িক পড়ে। উল্লেখ্য, দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭৪টি। তপশিল ঘোষণা করা হয়েছে ৪ হাজার ১৩৮টির। ৪৩৬টি ইউনিয়নে সীমানা নির্ধারণ ও মামলা থাকায় সেগুলোতে নির্বাচন করা যাচ্ছে না। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি। এছাড়া আগামী ১০ ফেব্র‚য়ারি আটটি ইউপিতে ভোটগ্রহণের কথা রয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি