শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এক ফ্লাইটেই ১৭৩ যাত্রীর করোনা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১:৫২

করোনাভাইরাসের সুনামিতে জর্জরিত ইউরোপের বিভিন্ন দেশ। এসব দেশ থেকে আসা মানুষের মাধ্যমে আবারও বড় আকারে ছড়াতে শুরু করেছে ভাইরাসটি। তেমনই এক ঘটনা ঘটলো ভারতে। দুই দিনের ব্যবধানে ইতালি থেকে আরও এক ফ্লাইটে পাওয়া গেছে করোনা রোগীর সন্ধান।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, দুই দিনের মধ্যে দ্বিতীয়বার, ইতালি থেকে একটি ফ্লাইটে ভারতে আসা ১৭৩ যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রোম থেকে আসা ভারতের পাঞ্জাবের অমৃতসরের ফ্লাইটে থাকা ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনেরই করোনা শনাক্ত হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা শনাক্তের পর ফ্লাইটের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা অন্য একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়।

আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ওই রোগীদের মধ্য থেকে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/টিআর