শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাজিলে ঝরনার পাথরখণ্ড ভেঙে নিহত ৭

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:৪৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় একটি ঝরনার ওপরে থাকা বড় একটি পাথরখণ্ড ভেঙে অন্তত সাত জন নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয় জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ জানুয়ারি) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের মিনাস গেরায়িস প্রদেশের ক্যাপিটলীয় হ্রদের একটি ঝরনার সামনে ঘুরতে যান মোটরচালিত কয়েকটি নৌকাবোঝাই পর্যটক।

একপর্যায়ে ঝরনার উচুতে থাকা একটি বড় পাথরখণ্ড ভেঙে হ্রদের পানিতে থাকা বেশ কয়েকটি নৌকার ওপরে পড়লে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। আর এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং আরও ৯ জন গুরুতর আহত হন। এছাড়া নিখোঁজ হন আরও ৩ জন।

ঝরনায় পাথর ভেঙে পড়ার ঘটনায় অনেকের শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে গেছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের মিনাস গেরায়িস প্রদেশে গত দুই সপ্তাহ ধরে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। যার ধারণা করা হচ্ছে, সেখানকার পাথরের বন্ধন অনেকটা দুর্বল হয়ে গেছে বলে। শনিবার পাথর ভেঙে পড়ার পৃথক একটি ঘটনায় দেশটির একটি মহাসড়ক বন্ধ হয়ে যায়।

ইত্তেফাক/টিআর